চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৭ হাজার ২শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারির তথ্যে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
টেকনাফের সাবরাং সিকদারপাড়া এলাকায় পরিচালিত বাকলিয়া থানা পুলিশের বিশেষ এ অভিযানে সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেওয়ার মূলহোতা মো. কামাল হোসেন (৩৪) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল হোসেন (টেকনাফ থানার সাবরাং থেকে সিকদাপাড়া জহির মাস্টার বাড়ির মৃত জহির আহম্মদ মাস্টারের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, গত ২৬ আগস্ট বাকলিয়া থানা এলাকা থেকে সাত হাজার দুইশ পিস ইয়াবাসহ মো. আহসান হাবীব নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেয়া মুলহোতার বিষয়ে তথ্য দেন। তার তথ্যমতে টেকনাফে অভিযান পরিচালনা করে টিম বাকলিয়া।
অভিযানে ইয়াবা কারবারের মূলহোতা মো. কামাল হোসেন (৩৪)কে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে জানালেন ওসি।