চট্রগ্রাম নগরীর খুলশী থানা এলাকার জালাবাদ এরিয়াতে বিএনপি নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছে মোঃ সালাউদ্দিন। সে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার প্রভাব পুরো খুলশী থানা এলাকায়।
অবশ্য খুলশী থানা এরিয়ারে রয়েছে ইয়াবার অনেক বড় বড় ডিলার। যারা ৫ই আগষ্ট এর পর বিএনপির নাম ভাংগিয়ে করে চলছে ইয়াবার ব্যবসা। তেমনি একজন জালালাবাদ এলাকার ইয়াবার বড় ডিলার হচ্ছে আকবর এর ছেলে মোঃ সালাউদ্দিন।
ছবি: মোশারফ হোসেন দিপ্তির সাথে সালাউদ্দিন।
সালাউদ্দিন বিএনপির বিভিন্ন ছোট বড় নেতের সাথে সেল্ফি তুলে তা ফেসবুকে প্রচার করে নিজেকে বিএনপির অনেক বড় নেতা দাবি করে। আর এই ছবি দিয়ে সে প্রকাশ্যে চালাচ্ছে ইয়াবার রমরমা ব্যবসা। সালাউদ্দিন এর নামে খুলশী থানায় একাধিক মাদক মামলা থাকলেও সে প্রকাশ্যে চলাফেরা করে।প্রভাবাশালী নেতাদের সাথে ছবি থাকায় তাকে কিছু বলতে ভয় পায় এলাকাবাসী।পুলিশের খাতায় সালাউদ্দিন এর নাম রয়েছে মাদক ব্যবসায়ী হিসেবে। তার বিরুদ্ধে রয়েছে মাদক আইনের মামলা।
সিটিজি ডেইলি নিউজ ২৪ এর অনুসন্ধানে জানা গেছে, খুলশী থানার মাদক ব্যবসায়ীদের অনেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চালাচ্ছে মাদক ব্যবসা।দলীয় প্রভাবে তারা নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছে। খুলশী থানার বিভিন্ন এলাকায় এখনও প্রকাশ্যেই বিকিকিনি হয় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক।
ছবি: যুবদল নেতা মোঃ হেলাল এর সাথে সালাউদ্দিন।
জানা যায় গত ৬ই আগষ্ট রাতে ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট সহ জালালাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় সালাউদ্দিন এর ইয়াবা ব্যবসার সহযোগী দিদার কে। অভিযান এর সময় সালাউদ্দিন সেখানে উপস্থিত থাকলেও দৌড়ে পালিয়ে যায় সালাউদ্দিন সহ আর ৪/৫ জন মাদক ব্যবসায়ী। উক্ত ঘটনায় খুলশী থানায় মাদক আইনে একটি মামলা হয়। মামলায় মোঃ সালাউদ্দিন ২ নাম্বার আসামী। মামলা হওয়ার পরও সালাউদ্দিন এখনো প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। প্রকাশ্যে ঘুরলে ও রহস্যজনক কারনে পুলিশ সালাউদ্দিনকে এরেষ্ট করছে না।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, খুলশী এলাকার প্রভাবাশালী বিএনপি নেতা দের সাথে ফেসবুকে ছবি থাকায় তাকে সবাই ভয় পায়। যার কারনে সালাউদ্দিন জালালাবাদ এলাকায় চুরি,ছিনতাই,জায়গা দখল সহ মাদক ব্যবসা চালাচ্ছে প্রকাশ্যে।