চট্টগ্রাম নগরে দলীয় পদ পাওয়ার পর টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা।
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার হারবাতলী এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা, হয়েছে ভাইরাল।
জানা গেছে, মো. রাসেল নামের ওই নেতা সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ জুন) রাতে তিনি প্রায় ২০ জন সমর্থক নিয়ে একটি আনন্দ মিছিল করেন। মিছিলের সময় এক ব্যক্তি ৫০০ টাকার নোট দিয়ে তৈরি একটি মালা রাসেলের গলায় পরিয়ে দেন। সেই টাকার মালা গলায় ঝুলিয়েই রাসেল মিছিলে অংশ নেন।
এদিকে টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করার ভিডিও ভাইরাল হওয়ার পর নগরের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল এ নোটিশ দেয়া হয়।
গতকাল রাসেলকে দেয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাসেলের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হলো।
বিষয়টি নিশ্চিত করে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সিটিজি ডেইলি নিউজ ২৪ কে বলেন, টাকার মালা গলায় দিয়ে মিছিল করা ও প্রভাব দেখানো সেটা সংগঠন গ্রহণ করে না। সংগঠন শিষ্টাচারবর্হিভূত কাজ করায় রাসেলকে শোকজ করা হয়েছে। যথাযথ জবাব দিতে না পারলে তাকে বহিষ্কার করা হবে।
এ প্রসঙ্গে মো. রাসেল সিটিজি ডেইলি নিউজ ২৪ কে বলেন, ‘দলীয় পদ পাওয়ায় কর্মীরা শুভেচ্ছা জানাতে এসেছেন। তাদের একজন টাকার মালা পরিয়ে দিয়েছেন। আমি জানতাম না এটা কে করেছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। এতে ২১ জন যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জন সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে ১৫ থানার পূর্ণাঙ্গ এবং ১২টি ওয়ার্ডের আংশিক কমিটিও অনুমোদিত হয়।