চট্টগ্রাম নগরের খুলশীতে হত্যা মামলার পলাতক আসামি মো. দেলোয়ার প্রকাশ বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (২৫ জুন) রাত পৌনে ১০টায় ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকা থেকে।
দেলোয়ার কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাজার এলাকার বাসিন্দা এবং জহরুল হকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, খুলশী থানার ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দেলোয়ার ২০২৪ সালের ২৮ জানুয়ারি খুলশী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (মামলা নম্বর-৩০, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) এজাহারভুক্ত পলাতক আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার নাম, ঠিকানা ও মামলার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।